সপ্তাহজুড়ে শাবনূরের সিনেমা

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। এখনো সমান জনপ্রিয় তিনি। অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। এবার তার সিনেমা দেখানো হবে সপ্তাহজুড়ে।

দীপ্ত টিভিতে আগামী ৩ থেকে ৯ আগস্ট প্রতিদিন দুপুর ২টায় থাকছে শাবনূর অভিনীত সাতটি বাংলা সিনেমা। ৩ আগস্ট শনিবার থাকছে আরিফ মাহমুদের পরিচালনায় বাংলা সিনেমা ‘খেয়াঘাটের মাঝি’। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, ফেরদৌস, ববিতাসহ আরো অনেকে। ৪ আগস্ট রবিবার থাকছে ওয়াকিল আহমেদের পরিচালনায় বাংলা সিনেমা ‘ভুলো না আমায়’।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, বাপ্পারাজ, আমিত হাসানসহ অনেকে। ৫ আগস্ট সোমবার দেখানো হবে এফ আই মানিকের পরিচালনায় বাংলা সিনেমা ‘দুই বধূ এক স্বামী’। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, মান্না, মৌসুমী।

 

৬ আগস্ট মঙ্গলবার এফ আই মানিকের পরিচালনায় বাংলা সিনেমা ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, মান্না, পূর্ণিমা। ৭ আগস্ট বুধবার দেখানো হবে আবিদ হাসান বাদলের পরিচালনায় বাংলা সিনেমা ‘তুমি শুধু তুমি’। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, রিয়াজ, অমিত হাসান। ৮ আগস্ট বৃহস্পতিবার থাকছে নারগিস আক্তারের পরিচালনায় বাংলা সিনেমা ‘চার সতীনের ঘর’। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আলমগীর, ববিতা, দিতি, শাবনূর, ময়ূরীসহ অনেকে।

শেষ দিন, অর্থাৎ ৯ আগস্ট শুক্রবার দেখানো হবে শাহ মো. সংগ্রমের পরিচালনায় বাংলা সিনেমা ‘বলবো কথা বাসর ঘরে’। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, শাকিব খান, সাহারা, ওমর সানী।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন