চোটের কারনে কিছু সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যাচ্ছেন রোনাল্ড আরাউহো। হ্যামস্ট্রিংয়ের চোটে অস্ত্রোপচারের দরকার লাগতেছে উরুগুয়ের ডিফেন্ডারের। অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব বার্সেলোনা।
কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন উরুগুয়ের আরাউহো।
পরে জানা যায় ডান হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট পেয়েছেন তিনি। সেরে উঠতে যেতে হবে শল্যবিদের ছুরি-কাঁচির নিচে। আগামী কয়েক দিনের মধ্যে ফিনল্যান্ডে বার্সেলোনা চিকিৎসক দলের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার হবে।
কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে সে ব্যাপারে বার্সেলোনার পক্ষ থেকে কিছু জানানো না হলেও চার মাস বাইরে থাকতে হবে বলে খবর দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন