কোপার ফাইনালের বাঁশি ব্রাজিলের রেফারির হাতে

gbn

কোপা আমেরিকার ফাইনালে উঠতে না পারলেও ব্রাজিলের প্রতিনিধি থাকছেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামী সোমবার সকালে ফাইনালের বাঁশিতে ফু দেবেন রাফায়েল ক্লাউস।

গতকাল ক্লাউসের ম্যাচ পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। আর্জেন্টিনা-কলম্বিয়ার ফাইনাল পরিচালনার সময় স্বদেশি আরো চার রেফারিকে ম্যাচে পাবেন ক্লাউস।

তারা হচ্ছেন-দুই সহকারী ব্রুনো পিরেস ও রদ্রিগো কোরেয়া। অন্যদিকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবেন রডোলফো টস্কি ও সহকারী ভিএআর রেফারি হচ্ছেন দানিলো মানিস। 

 

ব্রাজিলের পাঁচ রেফারির বাইরে আরো দুই রেফারি ম্যাচ পরিচালনা সহায়তা করবেন। তারা হচ্ছেন- প্যারাগুয়ের দুই রেফারি হুয়ান বেনিতেজ ও এদুয়ার্দো কারদোজা।

চতুর্থ ও পঞ্চম রেফারির দায়িত্ব পালন করবেন তারা। এবারের কোপা আমেরিকা একটি ম্যাচই পরিচালনা করেছেন ক্লাউস। 

 

আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালটি ক্লাউসের দ্বিতীয় ম্যাচ হতে যাচ্ছে। ম্যাচ পরিচালনায় সুদীর্ঘ এক অভিজ্ঞতা আছে ব্রাজিলিয়ান রেফারি।

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চের বাইরে সবশেষ বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন তিনি। সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্ব, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ, কোপা লিবার্তোদোরেস ও কোপা সুদামেরিকানায় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা তো আছেই ৪৪ বছর বয়সী রেফারির।

 

ফাইনালে দুই দল কলম্বিয়া ও আর্জেন্টিনার বেশ কয়েক ম্যাচ রেফারির দায়িত্ব ছিলেন ক্লাউস। আর্জেন্টিনার ৪ ম্যাচের বিপরীতে কলম্বিয়া খেলেছেন এমন ৩ ম্যাচে রেফারি ছিলেন ক্লাউস। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল।

সেদিনও বাঁশির দায়িত্বে ছিলেন ব্রাজিলিয়ান রেফারি। সেই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন