সিলেট ও চট্টগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

জিবি নিউজ 24 ডেস্ক //
সিলেট থেকে চট্টগ্রামগামী ৭২৪ নং উদয়ন এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে। গতকাল শনিবার দিবাগত ১১টা ৫২ মিনিটে ভানুগাছ এবং শ্রীমঙ্গলের মধ্যবর্তী স্থানে লাউয়াছড়া বনের মাঝখানে উদয়ন এক্সপ্রেস ট্রেনটি পৌঁছার পর পাহাড় থেকে একটি বনের বড় গাছ ট্রেনের ইঞ্জিন ও বগির মাঝখানে পড়ে।
এ ঘটনার পর থেকে ঢাকা-সিলেট ও চট্টগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী খালেদ আল মাসুদ জানান, ট্রেনটি ভানুগাছ ও শ্রীমঙ্গলের মধ্যবর্তী স্থানে পৌঁছার পর পাহাড় থেকে একটি বনের বড় গাছ ট্রেনের ইঞ্জিন ও বগির ওপর পড়ে। এরপর বিকট শব্দে বনের মাঝখানে ট্রেনটি থেমে যায়। ফলে ভয়াবহ দুর্ঘটনার হাত রক্ষা পায় ট্রেনটি। ট্রেনটিতে প্রায় ১ হাজার যাত্রী রয়েছে। যাত্রীরা চরম আতঙ্কের মধ্যে রয়েছে।
তিনি আরো জানান, ট্রেনটি আটকে থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ট্রেনটি কখন সচল হবে এ ব্যাপারে কিছু জানা যায়নি। ট্রেনের ইঞ্জিন সামান্য ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।