গাইবান্ধা জেলা শিল্পী সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা //
গাইবান্ধা জেলা শিল্পী সমিতিরএক আলোচনা সভা গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আজ ১০আগষ্টআগষ্ট শুক্রবার অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পী সমিতির সভাপতি ও দৈনিক ঘাঘট-এর সম্পাদক ও প্রকাশকআব্দুস সামাদ সরকার বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেনমোস্তাফিজুর রহমান, মনিরা বেগম, শাহনাজ আমিন মুন্নি,সোহেল রানা, খন্দকার নজরুল ইসলাম, নিরঞ্জন চন্দ্র সরকার, রাশেদুর ইসলামতপু, লাকী ইনাম ফাইমা প্রমুখ।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা জেলা শিল্পী সমিতিরসাধারণ সম্পাদক মোক্তাদির রহমান রোমান। অভিষেক, আলোচনা ওসাংস্কৃতিক অনুষ্ঠান পালনের লক্ষ্যে আগামী ১ সেপ্টেম্বর সভা আহবান করা হয়।