ইতালিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

gbn

ইউরো চ্যাম্পিয়নশিপে দু:স্বপ্নের একটি রাত কাটাল ইতালি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে জার্মানির আসরে খেলতে এসে সুইজারল্যান্ডের কাছে হেরে শেষ শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে আজ্জুরিরা।
 বার্লিনের অলিম্পিয়াস্টাডিওনে ইতালির শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে চুরমার করে ২-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে সুইসরা। গত দুই দশকে এই প্রথমবার মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের আসরে কোয়ার্টার ফাইনালের আগে বিদায় নিল ইতালি।

অন্যদিকে আজ্জুরিদের বিপক্ষে পাওয়া অবিস্মরণীয় জয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার শেষ আটে জায়গা করে নিল সুইজারল্যান্ড।
বার্লিনের অলিম্পিয়াস্টাডিওনে বলের দখলে, আক্রমণে সবদিক দিয়ে পিছিয়ে ছিল আজ্জুরিরা। গোলে শটও বেশি নিয়েছে সুইসরা। ইতালিয়ানরা শট নিয়েছে ১১টি বিপরীতে সুইজারল্যান্ড ১৬টি।

যার মধ্যে সুইসদের চারটি শট ছিল লক্ষ্যে, যেখানে ইতালি লক্ষ্যে শট নিয়েছিল মোটে ১টি। 
খেলার ৩৭ মিনিটে রেমো ফ্রিউলারের গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। রুবে ভারগাসের অ্যাসিস্টে বাঁ পায়ের শটে বল জালে জড়িয়েছেন তিনি। স্কোরশিটে নাম ওঠিয়েছেন ভারগাস নিজেও।

মাঝবিরতির পর খেলা শুরুর প্রথম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেছেন অগসবুর্গে খেলা এই মিডফিল্ডার। মিচে অ্যায়েবিশ্চারের অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন ভারগাস। 
দুই গোল হজম করার পর যেভাবে সাড়া দেওয়া উচিতা ঠিক সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি ইতালি। শিরোপা ধরে রাখার স্বপ্নে তাই শেষ ষোলোতে বিদায়ঘণ্টা বাজল লুসিয়ানো স্পালেত্তির দলের।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন