ছক্কা মারার রেকর্ডে গেইলকে ছাড়িয়ে গেলেন পুরান

gbn

ছক্কা মারার জন্য বিখ্যাত ছিলেন ক্রিস গেইল। প্রতিপক্ষ, উইকেট যেমনই হোক বল গ্যালারিতে পাঠাতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন তিনি। তাকেও কি না ছাড়িয়ে গেলেন নিকোলাস পুরান! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটার এখন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে পুরানের ঝড়ে ৫ উইকেট হারিয়ে ২১৮ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। ৬ চার ও ৮ ছক্কায় ৫৩ বলে ৯৮ রান করেন তিনি। শেষ অবধি ১০৪ রানের জয় পায় ক্যারিবীয়রা।

 

এই ৮ ছক্কা মারার পথেই গেইলকে ছাড়িয়ে যান পুরান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন ১২৮টি ছক্কা তার, গেইলের ১২৪টি। পুরানের বাইরে সবমিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কা বেশি আছে কেবল রোহিত শর্মা (১৯৪), মার্টিন গাপ্টিল (১৭৩), জশ বাটলার (১৩০) ও গ্লেন ম্যাক্সওয়েলের (১২৯)।

সবমিলিয়ে টি-টোয়েন্টিতে পুরানের ছক্কার সংখ্যা ৫০২। এই রেকর্ডে অবশ্য গেইলের চেয়ে বেশ পিছিয়ে আছেন পুরান। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ১০৫৬টি ছক্কা গেইলের, পুরানের ৫০২টি। পাঁচশের বেশি ছক্কা আছে কিরোন পোলার্ড, আন্দ্রে রাসেল, কলিন মুনরো ও রোহিত শর্মার।

 

এদিন আজমতউল্লাহ ওমরজাইয়ের করা চতুর্থ ওভারে ৩৬ রান আসে। পঞ্চম বোলার হিসেবে এই লজ্জার রেকর্ডে নাম লেখান ওমরজাই। পুরানের ঝড়ে ভর করে বিশ্বকাপে পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব দেখায় ওয়েস্ট ইন্ডিজ। ছয় ওভারে তারা তোলে ৯২ রান।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন