নেপালের প্রশংসা করলেও ছাড় দেবে না বাংলাদেশ

gbn

সাধ্যের মধ্যে থেকেও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি নেপাল। প্রোটিয়াদের ১১৫ রানে গুটিয়ে দিয়ে জয়ের খুব কাছে ছিল তারা। তবে শেষ দুই বলে ২ রানের সমীকরণ মেলাতে পারেননি গুলশান ঝা। এতে স্বপ্নভঙ্গ হয় নেপালের।

১ রানের পরাজয়ে হৃদয় ভাঙ্গে তাদের। 

 

নেপালের এমন লড়াকু মনোভাবের প্রশংসা করছেন বাংলাদেশের দলের ডানহাতি পেসার তানজিম হাসান। বাংলাদেশ নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। এই ম্যাচে নিজেদের সেরাটাই দিবেন তানজিমরা।

 

সেন্ট ভিনসেন্টে আজ দলীয় অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তানজিম বলেন, ‘আমাদের রক্ষণাত্মক মনোভাব নেই, ইতিবাচক থাকছি। আমরা আগের মতোই আক্রমণাত্মক ক্রিকেট খেলব। নেপাল ভালো খেলেছে, প্রশংসা করছি তাদের। তবে আমরাও আমাদের সেরা ক্রিকেট খেলেব।

 

অনেকরকম সমীকরণ থাকলেও নেপালের বিপক্ষে জিতেই সুপার এইটে যেতে চান বলে জানান তানজিম, ‘প্রত্যেক ম্যাচই আমরা জেতার জন্য খেলি, এই ম্যাচও জেতার জন্য খেলব। আগের ম্যাচে যারা রান করেনি আশা করি এই ম্যাচে রান করে আত্মবিশ্বাস ফিরে পাবে। আমরা চেষ্টা করব উইকেট টু উইকেট বল করার আর সুপার এইটের আত্মবিশ্বাস কুড়িয়ে নেওয়ার।’

এবারের বিশ্বকাপে বেশকিছু অঘটন দেখা গেছে। পাকিস্তান, শ্রীলঙ্কার মতো সাবেক চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে।

ফেভারিট নিউজিল্যান্ডও পরের পর্বে যেতে পারেনি। তুলনামূলক ছোট দলগুলো চকম দেখাচ্ছে। এজন্য নেপাল ম্যাচের আগে সাবধানী বার্তা তানজিদের কণ্ঠে।

 

তানজিদ বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে ছোট দল, বড় দল নেই। প্রত্যেককে সমানভাবে দেখার চেষ্টা করি। মাত্র ২০ ওভারের খেলা, কখন মোমেন্টাম বদলে যায় কেউ বলতে পারে না। আমরা প্রত্যেক দলকেই সমানভাবে নেওয়ার চেষ্টা করি। প্রতিপক্ষ যে-ই হোক একইভাবে খেলার চেষ্টা করব।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন