মোদীর মন্ত্রিসভায় ঠাঁই হলো যাদের

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তার সঙ্গে শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার ৭২ সদস্য। রোববার (৯ জুন) সন্ধ্যায় তাদের শপথবাক্য পাঠ করান ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু।

ভারতীয় সংবাদমাধ্যশ এনডিটিভি জানিয়েছে, মোদীর নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া ৭২ জনের মধ্যে ৩০ জন কেন্দ্রীয় মন্ত্রী, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা পরে ঘোষণা করা হবে।

​​​​​​​

একনজরে দেখে নেওয়া যাক ভারতের নতুন মন্ত্রিসভায় কারা ঠাঁই পেলেন-

  • অমিত শাহ
  • রাজনাথ সিং
  • নিতিন গড়করি
  • জেপি নাড্ডা
  • শিবরাজ সিং চৌহান
  • নির্মলা সীতারমন
  • এস জয়শঙ্কর
  • মনোহর লাল খট্টর
  • এইচডি কুমারস্বামী
  • পীযূষ গয়াল
  • ধর্মেন্দ্র প্রধান
  • জিতন রাম মাঞ্জি
  • রাজীব রঞ্জন সিং
  • সর্বানন্দ সোনোয়াল
  • বীরেন্দ্র কুমার
  • কিঞ্জরাপু রাম মোহন নাইডু
  • প্রহ্লাদ জোশী
  • জুয়াল ওরাম
  • গিরিরাজ সিং
  • অশ্বিনী বৈষ্ণব
  • জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
  • ভূপেন্দর যাদব
  • গজেন্দ্র সিং শেখাওয়াত
  • অন্নপূর্ণা দেবী
  • কিরেন রিজিজু
  • হরদীপ সিং পুরী
  • মনসুখ মান্ডাভিয়া
  • জি কিষাণ রেড্ডি
  • চিরাগ পাসওয়ান
  • সি আর পাতিল
  • রাও ইন্দ্রজিৎ সিং
  • জিতেন্দ্র সিং
  • অর্জুন রাম মেঘওয়াল
  • প্রতা প্রাও যাদব
  • জয়ন্ত চৌধুরী
  • জিতিন প্রসাদা
  • শ্রীপাদ নায়েক
  • পঙ্কজ চৌধুরী
  • কৃষাণ পাল
  • রামদাস আটওয়ালে
  • রাম নাথ ঠাকুর
  • নিত্যানন্দ রায়

ভারত

 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন