রিপোর্টার,সাতক্ষীরা ,,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ে ২য় ধাপের জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন বিষয়ে সাতক্ষীরায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিষ্ণুপদ পাল, প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় ও প্রেস ব্রিফিং এ জানানো হয়, আগামী ১১ জুন মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাতক্ষীরায় আশ্রয়ণ-২ প্রকল্পের উপকার ভোগীদের নিকট ৫ম পর্যায়ের (২য় ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
এসময় আশাশুনি উপজেলায় ১৪০ টি দ্বিক্ষ বিশিষ্ট একক গৃহ ও সদর উপজেলার বালিথায় এল্লারচর আশ্রয়ন প্রকল্পের জরাজীর্ণ ব্যারাক হাউজ প্রতিস্থাপন পূর্র্বক নতুন ভাবে নির্মিত ১১০ টি দ্বিক্ষ বিশিষ্ট একক গৃহ হস্তান্তর করা হবে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। ##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন