জাতীয় আর্চারিতে রোমানের ব্রোঞ্জ

জাতীয় দল থেকে হঠাৎ অবসরের ঘোষণা দিয়ে গত কিছুদিন আলোচনায় থাকা রোমান সানা জাতীয় আর্চারিতে খুব ভাল না করলেও খারাপ করেননি। বাংলাদেশ আনসারের হয়ে ব্রোঞ্জ জিতেছেন তিনি এবারের আসরে। আগেরবার সোনা জিতেছিলেন, কিন্তু এবার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেননি তিনি হাকিম আহমেদের কাছে হেরে।

পুলিশ আর্চারি ক্লাবের হাকিম ও আনসারের সাকিব মোল্লা আছেন সোনার লড়াইয়ে।

সাকিব ফাইনালে উঠতে সেমিফাইনালে আব্দুল্লাহ আল রাফিকে হারিয়েছেন। পরে রাফিকে ৬-০ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন রোমান। রিকার্ভের বাছাইয়েও রোমান শীর্ষে ছিলেন না। শীর্ষ আর্চারদের চমকে দিয়ে সেই জায়গা নিয়েছিলেন সেনাবাহিনীর মোহাম্মদ ফয়সাল।

তরুণ এই আর্চার নকআউট রাউন্ডে বেশিদূর যেতে পারেননি। শেষ আটের ওঠার লড়াইয়ে হেরে যান আব্দুল্লাহ আল রাফির কাছে। বাছাইয়ে দ্বিতীয় হয়েছিলেন হাকিম আর তৃতীয় রোমান। রোমান শেষ পর্যন্ত সেই জায়গাটাই ধরে রেখেছেন।

তবে হাকিম আছেন সোনার লড়াইয়ে। সেমিফাইনালে ৭-৩ ব্যবধানে রোমানকে হারানোর আগে কোয়ার্টার ফাইনালে বিদায় করেন তিনি জাতীয় দলের আরেক আর্চার সাগর ইসলামকে। 

 

বিকেএসপিতে চলা এবারের জাতীয় আর্চারিতে মেয়েদের রিকার্ভে অবশ্য ফাইনালে উঠেছেন দিয়া সিদ্দিকী। সেমিফাইনালে হারিয়েছেন তিনি মোসাম্মৎ মনীষাকে। ফাইনালে দিয়ার প্রতিপক্ষ জ্যোতি মনি চাকমা।

সেমিফাইনালে জ্যোতিমনি হারিয়েছেন সীমা আক্তারকে। সীমা পরে ব্রোঞ্জ জিতেছেন মনীষাকে হারিয়ে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন