পিএলও’র মহাসচিব সায়েব এরেকাতের মৃত্যুতে বাংলাদেশ ন্যাপ'র শোক

gbn



করোনা আক্রান্ত হয়ে ফিলিস্তিনীদের স্বাধীনতাকামী সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন- পিএলও’র মহাসচিব ও মুখপাত্র সায়েব এরেকাতের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

বুধবার (১১ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয়  ফিলিস্তিনি স্বাধীকারের স্বপ্ন দেখা এই লড়াকু সৈনিকের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার এবং স্বাধীনতাকামী ফিলিস্তিনী জনতার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তারা বলেন, মরহুম সায়েব এরেকাত ফিলিস্তিনীদের চলমান স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছিলেন। কয়েক দশক পর্যন্ত ফিলিস্তিনীদের স্বাধীনতাকামী আন্দোলনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন কালে তিনি ফিলিস্তিণীর স্বাধীনতা প্রশ্নে কোন আপোষ করেন নাই।

নেতৃদ্বয় বলেন, আজীবন ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনে নিজেকে উজাড় করা মহান এ রাজনীতিকের ফিলিস্তিনীদের অধিকার আদায়ে অবদান অবিষ্মরণীয় হয়ে থাকবে। একদিন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে মরহুম সায়েব এরকাতের মত ফিলিস্তিনী জনগণের স্বপ্ন পূরণ হবে এ আশা করি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন