ছাতক থেকে সংবাদদাতা:
ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান আহমদের পিতা মকবুল আলী (৬০) ইন্তেকাল করেছেন। ইন্না--রাজিঊন। সোমবার রাত ২টায় উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের ভূইগাঁও শেওলাপাড়া গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বেলা ২টায় ভূইগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ শাহজাহান এবং মোনাজাত পরিচালনা করেন ভূইগাঁও মাদরাসার সুপার মাওলানা আব্দুল আউয়াল।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা কারী আবু সাদাত লাহিন, দক্ষিন খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক, মাওলানা ওয়ারিছ উদ্দিন, মুরব্বি আজিজুর রহমান, সাবেক মেম্বার মুহিবুর রহমান মুহিব, কেন্দ্রিয় তালামীয নেতা হাফেজ রফিকুল ইসলাম তালুকদার, ব্যবসায়ী আশিকুর রহমান ইমন, মুরব্বি তফজ্জুল আলী, ক্বারী আব্দুল ছোফান, হাফেজ রাসেল আহমদ, সৌদি প্রবাসী আসমত আলী, আব্দুল মজিদ, মরহুমের ছেলে হুসাইন আহমদ প্রমুখ।
এদিকে, সাংবাদিক হাসান আহমদের পিতা মকবুল আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছাতক প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরণ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনাইদ আহমদ, সদস্য মোশাহিদ আলী, নুর উদ্দিন, নাজমুল ইসলাম, শাহ মোহাম্মদ আলী মুজিব, আরিফুর রহমান মানিক, লুৎফুর রহমান শাওনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
অপরদিকে সাংবাদিক হাসানের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছাতক অনলাইন প্রেসক্লাব সভাপতি সাকির আমীন, সিনিয়র সহ-সভাপতি মেহেদি হাসান খালেদ, সহ-সভাপতি ফজল উদ্দিন, সাধারণ সম্পাদক অলিউর রহমানসহ নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। #
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন