খল অভিনেতা কাবিলার ছেলে শাওন ইসলামের বিয়ে সম্পন্ন

জিবি নিউজ 24 ডেস্ক //
ঢাকাই ছবির খল অভিনেতা কাবিলার ছেলে শাওন ইসলামের বিয়ে সম্পন্ন হয়েছে। গত ২৪ মার্চ আকদ সম্পন্ন হলেও ২৭ জুলাই রাজধানীর পুরানা পল্টনের একটি রেস্তেরাঁয় অনুষ্ঠিত হলো বিবাহোত্তর সংবর্ধনা। সেখানে দুই পরিবারের ঘনিষ্ঠজন ছাড়াও চলচ্চিত্র অঙ্গনের তারকাদের মধ্যে শুধু উপস্থিত ছিলেন ওমর সানী।
শাওন দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকম লিমিটেডের জ্যেষ্ঠ কপিরাইটার হিসেবে কাজ করছেন। তবে তার স্ত্রীর নাম, কী করছেন তিনি এসব বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। কাবিলার সাথে
বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ওমর সানী। তিনি বলেন,‘পুরানা পল্টনের একটি রেস্তরায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে এতে আমি ছাড়া সিনেমার আর কাউকে দেখিনি! কাবিলার সঙ্গে আমার অন্যরকম সম্পর্ক। আমার বড় ভাই যখন বিয়ে করেছিলেন ১৯৯৩ সালে।
তখনই আমার বড় ভাইয়ের বউ পছন্দ করার জন্য আমি আর কাবিলা গিয়েছিলাম। কাবিলাই তখন ভাবিকে আংটি পরিয়ে দিয়েছিল। ওর কথার প্রেক্ষিতেই ভাবি-ভাইয়ের সংসার শুরু। তখন থেকেই আমার আর কাবিলার সম্পর্কের মধ্যে এক ধরনের সেতুবন্ধন তৈরি হয়েছে। আমি তো কলকাতা ছিলাম শুটিংয়ে। আমি আসতাম ২৮ জুলাই। শুধু ওর ছেলের বিয়ের জন্য দুদিন আগে কলকাতা থেকে চলে এসেছি।