অবশেষে উন্মোচন হয়েছে বাংলাদেশের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি। এবার ঘটা করে জার্সি উন্মোচন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বকাপের জার্সি পরিহিত স্কোয়াডে থাকা ১৫ ক্রিকেটারের একটি ছবি পোস্ট করেছে বিসিবি। গত কয়েকটি বিশ্ব আসরের জার্সি নিয়ে বিতর্কের মুখে পড়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এবার তাই সময় নিয়ে জার্সি জন-সম্মুখে এনেছে বিসিবি।
যদিও এরমধ্যে জার্সি নিয়ে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দল অবশ্য আগেই যুক্তরাষ্ট্রে চলে গেছে। সফরকারীরা সেখানে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজও খেলেছে।
সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে।
যদিও সিরিজটি দ্রুতই ভুলে যেতে চাইবেন নাজমুল হোসেনরা। মূল মঞ্চে নামার আগে আর দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। প্রথমটি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডালাসে আগামী ২৮ মে।
পরেরটির প্রতিপক্ষ ভারত। আগামী ১ জুন ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন