মৌলভীবাজার প্রতিনিধি ||
মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন কাপ পিরিচ প্রতীকের প্রার্থী মোঃ শাহাজাহান খান । ভাইস চেয়ারম্যান পুরুষ পদে জয়ী হয়েছেন আব্দুল কাদির ফৌজি ও ভাইস-চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন সুমাইয়া সুমি।
মঙ্গলবার (২১ মে) রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষনা করেন উপজেলা পরিষদ নির্বাচনের সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।
এ ফলাফলে কাপ পিরিচ প্রতীকের প্রার্থী মোঃ শাহাজান খান ৪৪ হাজার ৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকের প্রার্থী রওনক আহমেদ পেয়েছেন ২৪ হাজার ৩ ভোট।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আব্দুল কাদির ফৌজি টিউবওয়েল প্রতীকে ২৮ হাজার ৭৮৮ ভোট জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহিম দে উড়োজাহাজ প্রতীক পেয়েছেন ২০ হাজার ২৭২ ভোট। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুমাইয়া সুমি ফুটবল প্রতীকে ৪২ হাজার ৭০৮ ভোট জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুক্তি চক্রবর্তী কলস প্রতীক পেয়েছেন ২২ হাজার ৭১১ ভোট। নিবার্চনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। নিবার্চনে ভোট পড়েছে ৪৩ দশমিক ৬২ শতাংশ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন