সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের কাযর্করি কমিটির সভা অনুষ্টিত

আনসার আহমেদ উল্লাহ
২৭শে জুলাই ছিল সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের কাযর্করি কমিটির প্রথম সভা। সভা পূর্ব লন্ডনের মাইক্রোবিজনেস সেন্টারে অনুষ্টিত হয় ।সভায় সভাপতিত্ব করেন নব নিবার্চিত চেয়ারম্যান ডা ফয়জুল ইসলাম এবং পরিচালনায় ছিলেন নব নিবার্চিত সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান । সভায় উপস্থিত কাযর্করি পরিষদের সদস্য গন তাদের পরিচয় তুলে ধরেন এবং ভবিষ্যতে কিভাবে সংগঠনের কাযর্ক্রম আরো জোরালো ও সক্রিয় করা যায় তার উপর বক্তব্য রাখেন ।সভার প্রারম্ভে সভাপতি ও সাধারণ সম্পাদক সাহেবকে আসাদ উদ্দিন , ডাক্তার সাম্পা দেওয়ান , আশরাফ উদ্দিন , বাবুল হোসেন , আহমদ ফখর কামাল সহ অনেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জ্ঞাপন করেন ।
সভায় আগামী ১৫আগস্টের জাতীয় শোক দিবস পালনের এবং পরবতির্তে একটি জাঁকজমক অভিষেক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহন করা হয় ।অনুষ্ঠানের শেষ পযার্য়ে রাতের খাবারের পরিবেশনের মাধ্যমে সভার কাজ শেষ হয়।