মৌলভীবাজার প্রতিনিধি\ মৌলভীবাজার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের জেলা পর্যায়ে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত। গতকাল বুধবার (১৫ মে) সকাল সাড়ে ৯টায় ইউরোপিয়ান ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইড এর সহযোগীতায় জাতীয় উন্নয়ন সংগঠন ওয়েভ ফাউন্ডেশন এর আয়োজনে জেলা এডভোকেসি নেটওয়াক কমিটির শিখন বিনিময় কর্মশালা জাতীয় মহিলা সংস্থার আইভি রহমান অডিটরিয়াম অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা এডভোকেসি নেটওয়াক কমিটির সভাপতি মঈনুল ইসলাম শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্ভোধন করেন জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক প্রণীত দেবনাথ,জয়নাল আবেদীন,তাপস কুমার ঘোস, এডভোকেসি নেটওয়াক কমিটির সদস্য পরিমল বাড়াইক,লালন পার্সি,স্বরণ দেব,রুমী বেগম,রুনা আকতার,সুমি বেগম,সাজ্জাদুর রহমান প্রমুখ। কর্মশালায় উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার আরবিনা আফরোজ সিলেট বিভাগীয় কর্মকর্তা শাহজাহান মিয়া ও সহকারী বিভাগীয় সমন্বয়কারী মো: মোতাব্বির হোসেন। কর্মশালায় কর্মশালায় মৌলভীবাজার জেলা এডভোকেসি নেটওর্য়াক কমিটি ২৫ সদস্য অংশগ্রহণ করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন