মৌলভীবাজার প্রতিনিধি \
প্রবাসে স্ব স্ব পেশায় যুক্ত থেকে স্বদেশের মুখ উজ্জল করা ৭ প্রবাসীকে সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার পৌরসভা। গতকাল (২৫ এপ্রিল) বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় মৌলভীবাজার পৌরসভার সম্মেলন কক্ষে যুক্তরাজ্যে বসবাস করা ৭ বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে এ সম্বর্ধনার আয়োজন করা হয়। পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সেলিম হক এর সভাপতিত্বে সিনিয়র সাংবাদিক এসএম উমেদ আলী এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান। গংবধিত অতিথিরা হলেন, যুক্তরাজ্য’র তরুণ আইনজীবী ব্যারিষ্টার সৈয়দ রুম্মান, ইঞ্জিনিয়ার ড.সৈয়দ জুয়েল আহমেদ, ব্যবসায়ী ও কমিউনিটি লিডার সৈয়দ মুজাহিদ আলী,মুত্তাকিন বক্স টিপু,মোহাম্মদ জাকির হোসেন, হাফেজ মাওলানা কামরুল হাসান খান ও মনজুর হোসেন সজিব। অনুষ্ঠানে উক্ত ৭ প্রবাসী বক্তব্য রাখেন এবং দু’দেশের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক মো: আক্তারুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রুমেল আহমদ,ব্যবসায়ী সৈয়দ সাহেদ আলী, সৈয়দ বদরুল হক টিটু ও সৈয়দ তালহা আহমদ প্রমুখ। এ সময় সংবর্ধনা প্রাপ্ত অতিথিরা মৌলভীবাজার পৌরসভার এমন আয়োজনের প্রশংসা করে বলেন, আমরা যুক্তরাজ্যে বসবাস করা আমাদের বর্তমান প্রজন্মের কাছে নান্দনিক মৌলভীবাজার শহর ও বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা পৌঁছে দেবো। পরে পৌর মেয়র মো: ফজলুর রহমান ৭ প্রবাসীকে সম্মাননা ক্রেষ্ট ও মৌলভীবাজার পৌরসভার লগোযুক্ত মগ তুলে দেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন