ইরান সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

gbn

উত্তর কোরিয়ার অর্থনৈতিক প্রতিনিধিদল ইরান সফরের উদ্দেশ্যে পিয়ংইয়ং ত্যাগ করেছে। পরমাণু শক্তিধর দেশটির সরকারি সংবাদমাধ্যম বুধবার এ কথা জানিয়েছে। এদিকে প্রতিনিধিদলের ব্যতিক্রমী সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সহযোগিতা নিয়ে উদ্বেগ বেড়েছে।

উত্তর কোরিয়ার বাহ্যিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী উন জং হু দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

সেন্ট্রাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, প্রতিনিধিদলটি সোমবার ইরানের উদ্দেশে পিয়ংইয়ং ত্যাগ করেছে। তবে সংস্থার খবরে বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি। সাম্প্রতিক সময়ে মস্কোর সঙ্গে পিয়ংইয়ং সামরিক সহযোগিতা জোরদার করছে। আর এই প্রেক্ষাপটেই ইরানে তাদের এই সফর অনুষ্ঠিত হলো।

 

এদিকে সিউলের দাবি, উত্তর কোরিয়া ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে সাত হাজার কনটেইনার সরবরাহ করেছে। উত্তর কোরিয়ার শুরু করা গোয়েন্দা স্যাটেলাইট কর্মসূচিতে মস্কোর কারিগরি সহায়তার বিনিময়ে এই কনটেইনার সরবরাহ করা হয়েছে বলে সিউল মনে করছে। ইরান ও রাশিয়াও ঘনিষ্ঠ রাজনৈতিক ও সামরিক মিত্র। রাশিয়া প্রায়শই ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহার করছে।

 

কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের সিনিয়র এনালিস্ট হং মিন বলেছেন, সফরটি এই আভাস দিচ্ছে যে উত্তর কোরিয়া তেহরানের সঙ্গে সম্পর্ক আরো সম্প্রসারণে আগ্রহী। সম্ভবত অস্ত্র সরবরাহের মাধ্যমে দেশটি  সম্পর্ক আরো গভীর করতে চায়। ইসরায়েলের সাথে সংঘর্ঘের পরিপ্রেক্ষিতে ইরানের আরো অস্ত্র প্রয়োজন হতে পারে। তিনি আরো বলেন, তেহরান ও জেরুজালেমের চলমান পরিস্থিতির কারণে সফরটি আরো মনোযোগের দাবি রাখে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন