গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত H. E. Mr. Yao Wen ...।
আজ সোমবার (২২এপ্রিল) সকালে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়।
এ সময়, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির’সহ তার সফর সংগী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন এবং বঙ্গবন্ধু সমাধি সৌধের পুরানো ভবন, লাইব্রেরী ও কমপ্লেক্স পরিদর্শন করে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন