ইলেকট্রনিক উপায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ভাতাসমূহ বিতরণ উদ্বোধণ চাঁপাইনবাবগঞ্জের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেয় ভাতার অর্থ ইলেকট্রনিক উপায়ে(জিটুপি) বিতরণ উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (১৭ জুলাই) সকাল ১০টায় গণভবনথেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জের সাথে ভিডিও কনফারেন্সেযুক্ত হন।জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতরআয়োজিত কনফারেন্সে জেলা প্রশাসক মাহমুদুল হাসান জেলার উন্নয়ন চিত্র ও
ভিক্ষুক পূনর্বাসন কর্মসূচির অগ্রগতি সর্ম্পকে প্রধানমন্ত্রীকে অবহিতকরেন। প্রধানমন্ত্রী ভিক্ষুক পূনর্বাসন কর্মসূচির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ
করেন। তিনি নুরজাহান নামের একজন বিধবা ভাতার সুবিধাভোগীর সাথে কথাবলেন।
অনুষ্ঠানে জেলার তিন সাংসদ আব্দুল ওদুদ,গোলাম রাব্বানী,গোলাম মোস্তফাবিশ্বাস সহ অন্যান্য জনপ্রতিনিধি,সরকারী কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।