বাংলাদেশকে হতাশায় ডোবানো কামিন্দু জিতলেন মাসসেরার পুরস্কার

gbn

আইসিসির মার্চের মাসসেরার পুরস্কারের লড়াইয়ে কামিন্দু মেন্ডিসের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন মার্ক অ্যাডায়ার ও ম্যাট হেনরি। আয়ারল্যান্ড পেসার অ্যাডায়ার ও নিউজিল্যান্ড পেসার হেনরিকে পেছনে ফেলে পুরস্কার জিতেছেন কামিন্দু।

গত মাসে বাংলাদেশ সফরে দুর্দান্ত পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন এই শ্রীলঙ্কান ব্যাটার। তৃতীয় শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন কামিন্দু।

এর আগে বাঁহাতি স্পিনার প্রভাত জয়াসুরিয়া ও লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা এই পুরস্কার জিতেছিলেন।

 

পুরস্কার জেতার অনুভূতি জানাতে গিয়ে কামিন্দু আইসিসিকে বলেছেন, 'মাসসেরার এই পুরস্কার জিতে আমি অনেক খুশি। এটা আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এমন অর্জন মাঠে দল, দেশ এবং সমর্থকদের জন্য ভালো পারফরম্যান্সের তাগিদ বাড়ায়।

'

 

মনোনয়ন পাওয়া বাকি দুই ক্রিকেটারের প্রতিও শুভকামনা জানিয়েছেন কামিন্দু। বাংলাদেশের বিপক্ষে গত মাসে তিন সংস্করণেরই সিরিজ খেলে শ্রীলঙ্কা। তবে টেস্ট সিরিজের পারফরম্যান্সই কামিন্দুকে অন্যদের চেয়ে আলাদা করেছে।

সিলেটে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দলের চরম বিপর্যয়ের মুখে ব্যাটিংয়ে নেমে ১০২ রানের দারুণ এক ইনিংস খেলেন কামিন্দু।

দ্বিতীয় ইনিংসে আরো চওড়া তাঁর ব্যাট। এবার খেলেন ১৬৪ রানের অনবদ্য এক ইনিংস। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আবার খেলেন ৯২ রানের অপরাজিত ইনিংস। সঙ্গে দ্বিতীয় ইনিংসে নেন বাংলাদেশের তিন উইকেট। সব মিলিয়ে ম্যাচসেরা ও সিরিজসেরা দুই পুরস্কারই যায় তাঁর পকেটে।

এবার জিতে গেলেন আইসিসির মাসসেরার পুরস্কারও।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন