গৌরব ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ

রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি ||

রবিবার (৭ এপ্রিল) ২৭ রামাদ্বান, প্রতি বছরের ন্যায় এবছরেও পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে গৌরব ফাউন্ডেশন এর উদ্যোগে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় অর্ধশতাধিক রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

১০ ধরনের খাদ্য-দ্রব্যের এই ক্ষুদ্র ইফতার প্যাকেটটি পেয়ে অসহায় মানুষগুলো অনেক খুশি। তাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন অসহায় দুস্থ,বিধবা,স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী, এতিম ও গৃহ-পরিচারিকা।

দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে নাভিশ্বাস হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। বিশেষ করে দুস্থ ও হতদরিদ্রদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এমন সময় এজিএফ এর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

নিজেদের অর্থায়নে দুস্থদের মুখে হাসি ফুটাতে এমন উদ্যোগ উল্লেখ করে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা বলেন, দরিদ্র মানুষকে ইফতার খাওয়ানোই মূল উদ্দেশ্য।
শুধু এ বছর নয়, প্রতি বছর রমজান মাসে এ সংগঠনটি অসহায়দের মধ্যে খাবার বিতরণ সহ নানা ধরনের সহায়তা দিয়ে আসছে।

এজিএফ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো: আলতাফুর রহমান বলেন, আমাদের নিজেদের জমানো টাকা এবং শুভাকাঙ্খীদের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালনা করে আসছি। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে এমন কাজ করা আরো সহজতর হবে।

ইফতার বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন,সংগঠন এর সহ-সভাপতি নুসরাত জাহান বেবি, সাধারণ সম্পাদক শিরিন আক্তার, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহনেওয়াজ চৌধুরী সুমন, নির্বাহী সদস্য প্রভাষক মোঃ আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন চৌধুরী, দাতা সদস্য নার্গিস আক্তার প্রমুখ।

ওই সময় বক্তারা ফাউন্ডেশনের র্কাযক্রমকে সাধুবাদ জানান এবং আর্থ-মানবতার সেবায় বিশেষ করে অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ খুবই প্রশংসনীয় উদ্যোগ বলে সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, আমার গৌরব ফাউন্ডশেন জাতীয় র্পযায়ের একটি সামাজিক সংগঠন। এর মূল বৈশিষ্ট্য হলো নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করে আলোকিত বাংলাদেশ গড়তে সহায়তা করা। এছাড়াও, অসহায় ও  দুস্থ মানুষের জন্য নানারকম উন্নয়নমূলক র্কাযক্রম সফলভাবে পরিচালনা করা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন