চাঁপাইনবাবগঞ্জে মসজিদে বৈঠককালে ১৫ জামায়াত নেতাকর্মী গ্রেপ্তার

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ৯নংওয়ার্ড মর্দানা এলাকারনামোটোলা জামে মসজিদে গোপন দলীয় বৈঠকের সময় জামায়াতের ১৫নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসময় তাঁদেরনিকট থেকে ১৫টি দলীয় জিহাদী বই জব্দ করা হয় বলেও পুলিশ জানায়।গত বুধবার (১১ জুলাই) রাত ৮টার দিকে সরকার বিরোধী বৈঠকের গোপন খবর পেয়েএ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা সকলেই ওই এলাকারই বাসিন্দা।এদের মধ্যেগ্রেপ্তারকৃত পৌর জামায়াতের যুগ্ম সম্পাদক মো.জেন্টু একাধিক মামলার
আসামী।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মো.মসিউর রহমানজানান,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এদের আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানানগ্রেপ্তারকৃতরা হলেন মো. জেন্টু,আবু বাক্কার,ইকবাল হোসেন,হুমায়নকবির,নজরুল ইসলাম,মো.সেলিম,মোয়াজ্জিন হোসেন কাচু,মো.আলম,দেলজাহান, আব্দুল লতিফ,মো. ভাদু,আব্দুর রশিদ,একবর আলী সহ আরও দুজন। ##