অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলছে বাংলাদেশের মেয়েরা। দুই দলের শক্তিমত্তার পার্থক্য দেখা গেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। কোনো ম্যাচে প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ দল। সবগুলো ম্যাচে অল আউট হয় ১০০ রানের নিচে।
এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অজিদের মুখোমুখি হবে স্বাগতিকরা। আগামীকাল শুরু হবে এই সিরিজ। তার আগে বাংলাদেশ অধিনায়ক জানালেন, হারলেও ভালো ক্রিকেট খেলতে চান তাঁরা।
আজ মিরপুরে এক প্রশ্নের জবাবে নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘যেসব ভুল আমরা ওয়ানডে সিরিজে করেছি, সেগুলো অবশ্যই করতে চাইব না।
যেহেতু পুরোপুরি ভিন্ন সংস্করণের খেলা, ভালো ক্রিকেটটা খেলতে চাইব। ওয়ানডেতে আলাদাভাবে কেউই পারফরম করতে পারিনি, সে জিনিসটা যেন আবার না হয়। হারা জেতা থাকবেই, অন্তত ভালো ক্রিকেট যেন খেলতে পারি, দিনশেষে আমরা যেন বলতে পারি, আমরা চেষ্টা করেছি; কিন্তু অল্পের জন্য হয়নি।’
ওয়ানডে সিরিজ হারের পর বাংলাদেশ দলের লক্ষ্য হারানো আত্মবিশ্বাস ফেরানো।
নিগার বলেন, ‘দশা কী হবে সেটা বলতে পারছি না। আমার এ মুহূর্তে যে ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো দলের আত্মবিশ্বাস ফেরানো। কারণ এ দলটাই ভালো খেলে আসছিল। সবাই একটু হঠাৎ ব্যাকফুটে চলে গেছে। এখন এটা আমাদের দায়িত্ব বাইরে থেকে কেউ এসে আমাদের তুলে ধরবে না, এটা আমাদের দায়িত্ব কিভাবে ফেরানো যায়।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন