বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- নবীগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। গত বুধবার ভোরের সুর্যোদয়ের পূর্বে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা হয়। সকাল সাড়ে ৮টায় নবীগঞ্জ সরকারি যুগল কিশোর মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপের সভাপতিত্বে পজীপ কর্মকর্ত শাকিল আহমদের পরিচালনায় জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ কর্তৃক কুচকাওয়াজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শরীরচর্চা প্রদর্শন করেন। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্বে দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের
সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার (ওসি) মোঃ মাসুক আলী, উপজেলা ভাইস-চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন (বীর প্রতীক), মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম,এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ রিজভী, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব ডা. নিজামুল হক, গৌতম দাশ, রত্নদ্বীপ দাশ, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌতম রায় সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন