মস্কোর কনসার্ট হলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৫

রাশিয়ার মস্কো অঞ্চলের ক্রোকাস সিটির কনসার্ট হলে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে বলে তদন্ত কমিটি শনিবার জানিয়েছে।

হামলাকারীরা স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে হলটিতে প্রবেশ করে গুলি চালায়। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১১৫ জন নিহত এবং ১৪৫ জনেরও বেশি আহত হয়েছে। হামলাকারীরা অনুষ্ঠানস্থলে আগুনও লাগিয়ে দিয়েছিল।

এতে ভবনের কিছু অংশ ধসে পড়ে এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযানকে জটিল করে তোলে।

 

তদন্তকারী সংস্থা এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসী হামলায় তিন শিশুর প্রাণ গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে তারা। তদন্ত কমিটি গুলির ক্ষত এবং দাহ্য দ্রব্য থেকে বিষক্রিয়াকে মৃত্যুর সবচেয়ে সাধারণ কারণ হিসেবে চিহ্নিত করেছে।

 

এদিকে আহতের সংখ্যার তথ্যে ভিন্নতা দেখা দিয়েছে। মস্কো অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘটনার পর হাসপাতালে ভর্তি হওয়া ১৪৭ জনের একটি তালিকা প্রকাশ করেছে। অন্যদিকে রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেছেন, পাঁচ শিশুসহ ১১৫ জন আহত হয়েছে। পাশাপাশি জরুরি মন্ত্রণালয় ৯৯ জন আহতের তালিকা প্রকাশ করেছে।

মুরাশকো জোর দিয়েছিলেন, ৬০ জনের অবস্থা গুরুতর এবং চিকিৎসকরা তাদের জীবন বাঁচাতে লড়াই করছেন।

 

অন্যদিকে আহত ব্যক্তিদের রক্ত ​দিতে শত শত লোক চিকিৎসাকেন্দ্রে এসেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, পোড়ার চিকিৎসার জন্য আগামী সপ্তাহে রক্তের প্রয়োজন হবে।

এ ছাড়া তদন্ত কমিটি বলেছে, তারা ব্রায়ানস্কের সীমান্ত অঞ্চলে চার অপরাধীসহ ১১ জনকে আটক করেছে, যারা ইউক্রেনের দিকে যাচ্ছিল। পৃথকভাবে ফেডারেল সিকিউরিটি ফোর্স (এফএসবি) বলেছে, তারা জানতে পেরেছে একজন দালাল সীমান্ত পার করা ও সুরক্ষার জন্য সীমান্তের ইউক্রেনের দিকে গ্রুপটির জন্য অপেক্ষা করছিল।

 

এফএসবি এক বিবৃতিতে বলেছে, ‘সন্ত্রাসীরা পালানোর জন্য রুশ-ইউক্রেনীয় সীমান্তের দিকে যাচ্ছিল। তারা সীমান্ত পার হওয়ার পরিকল্পনা করেছিল এবং ইউক্রেনের দিকে তাদের যোগাযোগ ছিল।’

সংস্থাটি বলেছে, গ্রুপটি প্রতিরোধ করতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের আটক করা হয় এবং আরো তদন্তের জন্য মস্কোতে নিয়ে যাওয়া হয়েছে।

কর্তৃপক্ষের মতে, ইউক্রেনের দিকে যাওয়ার একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এফএসবি সন্ত্রাসী হামলার অপরাধীদের সহযোগী ঘাঁটি চিহ্নিত করার জন্য কাজ করছে বলে সংস্থার প্রধান আলেকসান্ডার বোর্টনিকভ বলেছেন।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন