মৌলভীবাজারে শুভ উদ্বোধন হলো টিফিনস ইন্ডিয়ান রেস্টুরেন্ট এন্ড টেকওয়ে

রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি || ফিতা ও কেক কেটে মানসম্পন্ন সু-স্বাস্থ্যকর ও সু-স্বাদু খাবারের স্বাদ দিতে ও অত্যাধুনিক ডিজাইন এবং মনোরম পরিবেশে বৃহস্পতিবার (২১শে মার্চ) বিকেলে মৌলভীবাজার শহরের কোর্ট রোডস্থ টিফিনস ইন্ডিয়ান রেষ্টুরেন্ট এন্ড টেইকওয়ের এর শুভ উদ্বোধন করা হয়েছে। এতে টিফিনস ইন্ডিয়ান রেষ্টুরেন্ট এন্ড টেকওয়ের সত্বাধীকারি সেলিম বারী,ও সালেহ বারী আগত আমন্ত্রিত অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান। ইউ কে বিডি টিভির চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় ফিতা ও কেক কেটে টিফিনস ইন্ডিয়ান রেষ্টুরেন্ট এন্ড টেকওয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মিছবাহুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার জনন্দিত মেয়র বিশিষ্ট সমাজসেবক মোঃ ফজলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আকিল আহমেদ, বাসস জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ডা: ছাদিক আহমেদ, জেলা তাতীলীগের সভাপতি আলী হায়দার, একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু সুফিয়ান, রহিমপুর ইউনিয়ন এর চেয়ারম্যান ইফতেখার আহমদ বুলবুল, ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, চাঁদনী ঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন আহমেদ সহ আরও অনেকে। উদ্বোধন শেষে সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে টিফিন'স ইন্ডিয়ান রেষ্টুরেন্ট এন্ড টেকওয়ের সাফলতা কামনা করেছেন এবং মৌলভীবাজার সহ প্রবাসী ভোজনবিলাসীদেরকে এই রেষ্টুরেন্টে এসে খাবার খেতে ও সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন। উদ্বোধনী শেষে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আইয়ুব আলী খাঁন। পরে আমন্ত্রিত সবাইকে মজাদার ইফতার পরিবেশন করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন