দ্বিতীয় ম্যাচেই সিরিজ জিততে চান তাসকিন

gbn

টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে স্বাগতিকরা। চট্টগ্রামে আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। এই ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করতে চান তাসকিন আহমেদ।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক ভিডিওতে তাসকিন বলেন, ‘আমরা অনেক আশাবাদী সিরিজ জয়ের। ম্যাচ বাই ম্যাচ যেতে হবে। এখন এটা তো জিতে গেলাম। আরো দুটো ম্যাচ আছে, পরের ম্যাচটাই মূল লক্ষ্য।

’ এই ম্যাচ জিতলে সফরকারীদের ধবলধোলাই করাও সম্ভব মনে করেন তিনি, ‘এটা যদি জিততে পারি, তখন হোয়াইটওয়াশের লক্ষ্য থাকবে। পরের ম্যাচটাই মূল ফোকাস থাকবে এবং আমার বিশ্বাস, আমরা সিরিজ জিতব।’

 

গতকাল প্রথম ওয়ানডেতে দারুণ বোলিং করেছেন পেসাররা। সব মিলিয়ে লঙ্কানদের ৯ উইকেট নেন তাঁরা।

যেখানে তাসকিনের শিকার ৩ উইকেট। তবে ২৫৬ রানের লক্ষ্য তাড়ায় ম্যাচ জয়ের নায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক এই সংস্করণে পূর্ণ নেতৃত্বভার পেয়ে খেলেন ক্যারিয়ারসেরা অপরাজিত ১২২ রানের ইনিংস।

 

নাজমুলকে প্রশংসায় ভাসিয়ে তাসকিন বলেন, ‘দারুণ ব্যাট করেছে। সামনে থেকে নেতৃত্ব দেওয়া যাকে বলে।

এত সুন্দর করে মানিয়ে নিয়ে শেষ করে, মাশাআল্লাহ। আল্লাহ আরো ভালো করাক এবং সামনের ম্যাচগুলোতেও যেন আমাদের সবার অবদান ভালো থাকে, এটাই চাওয়া থাকবে।’

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন