হারের বৃত্তে সিলেট, জয়ে ফিরল বরিশাল

gbn

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম মৌসুমে জিততে ভুলে গেছে গতবারের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স। ঢাকার প্রথম পর্বে দুই ম্যাচ হারা দলটি ঘরের মাঠে হ্যাটট্রিক হারের স্বাদ পেল।

সব মিলিয়ে এবারের মৌসুমে পাঁচ ম্যাচের সবগুলোতে হার তাদের। আজ রাতের ম্যাচে সিলেটকে ৪৯ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ পর জয়ে ফিরল ফরচুন বরিশাল।

 

টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৬ রান করে বরিশাল। তাণ্ডব চালান মাহমুদ উল্লাহ, ৭টি চার ও ২টি ছক্কায় ২৪ বলে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। ওপেনার আহমেদ শেহজাদ আউট হন ৬৬ রান করে। এ ছাড়া ছোট দুটি ইনিংস খেলেছেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম।

সৌম্য ২০ ও মুশফিক ২২ রান করেছেন।

 

রান তাড়ায় নামা সিলেট ১৭.৩ ওভারে ১৩৭ রানে গুটিয়ে যায়। যদিও এক পর্যায়ে জাকির হাসান ও বেনি হাওয়েল সিলেটকে জয়ের আশাই দেখাচ্ছিলেন। ৫২ রানে ৩ উইকেট হারানোর পর দুজনের জুটি থেকে সিলেট তুলে ৫৮ রান।

তবে জাকির আউট হওয়ার পর আবার ভেঙে পড়ে দলটির ব্যাটিং লাইনআপ। জাকির ৩৪ বলে ৪৬ রান করে আউট হন। হাওয়েল করেন ২৪ রান। বরিশালের হয়ে মোহাম্মদ ইমরান ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন