বিশ্বকাপের উত্তাপ টের পাচ্ছে বাংলাদেশ

gbn

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকার গুটেং প্রদেশের উত্তরাঞ্চলে অবস্থিত প্রিটোরিয়ায় ঘাঁটি গেড়েছে বাংলাদেশ দল। সেখান থেকে জোহানেসবার্গের দূরত্ব ৭০ কিলোমিটারের মতো। এখানে গতকাল রাতে ঘটা করে হয়ে গেল ‘ক্যাপ্টেনস মিট’ অনুষ্ঠান। যদিও আইসিসি সেই খবর প্রকাশ করেছে আজ।

অংশগ্রহণ করা ১৬ দলের অধিনায়ককে নিয়ে করা এই অনুষ্ঠান মুগ্ধ করেছে বাংলাদেশ দলপতিকে,  ‘এটা আমার দেখা অন্যতম সেরা অনুষ্ঠান, যেখানে সব দলের অধিনায়করা উপস্থিত আছেন।’ এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে গর্বিত মাহফুজুর রহমান রাব্বি, ‘আমি আমার দেশের অধিনায়ক হিসেবে যেমন গর্বিত, তেমন দায়িত্ববোধ অনুধাবন করতে পারছি।’

 

১৯ জানুয়ারি পর্দা উঠবে যুব বিশ্বকাপের। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে এর পরদিন, টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারতের বিপক্ষে।

ম্যাচটি হবে ব্লুমফন্টেইনে। তার আগে দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের সূচি আছে বাংলাদেশের, যার একটি হয়েও গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে সে ম্যাচে বৃষ্টির কারণে ব্যাটাররা নিজেদের ঝালিয়ে নেওয়ার খুব ভালো সুযোগ পাননি। আগামীকাল শেষ প্রস্তুতি ম্যাচটি স্বাগতিক দক্ষিণ আফ্রিকার যুবাদের বিপক্ষে।

এই ম্যাচের আগে আজ প্রায় চার ঘণ্টার অনুশীলনে ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন আরিফুল ইসলাম, জিসান আলম, আশরাফউজ্জামান বরেণ্যরা। এই ম্যাচের পর বিশ্বকাপের মূল পর্ব শুরু। মাহফুজুর বলছিলেন, ‘আমি অনুভব করছি বিশ্বকাপ শুরু হয়ে গেছে।’

 

এর আগে বাংলাদেশকে দুহাত ভরে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০২০ সালে সে দেশ থেকে প্রথমবার বৈশ্বিক কোনো শিরোপা উঁচিয়ে বীরের বেশে ফেরেন আকবর আলীরা।

এবার সেই শিরোপা পুনরুদ্ধারের সুযোগ মাহফুজুরদের। গত শনিবার আইসিসির সঙ্গে আলাপে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমরা বিশ্বকাপ জিততেই এখানে (দক্ষিণ আফ্রিকা) এসেছি।’ বিশ্বকাপ যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ জয় করেছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে এটিই প্রথম মহাদেশীয় স্বীকৃতি যুবাদের। সেই এশিয়া কাপ জয় থেকেই অনুপ্রেরণা পাচ্ছেন মাহফুজুর, ‘বাংলাদেশ এর আগেও বিশ্বচ্যাম্কিয়ন হয়েছে এবং এশিয়া কাপ থেকে পাওয়া ছন্দ দক্ষিণ আফ্রিকায় ধরে রাখতে না পারার কোনো কারণ নেই।’

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন