টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

gbn

সব মিলিয়ে দেড় মাসও হয়নি ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার। এর মধ্যে আরেকটি বিশ্বকাপের ঢাকে কাঠি পরে গেছে। এ বছর বসবে কুড়ি-বিশের বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এই টুর্নামেন্টে বাংলাদেশ দল গ্রুপ পর্বে কঠিন প্রতিপক্ষ পাচ্ছে জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

 

তারা জানিয়েছে, এই বিশ্বকাপে বাংলাদেশ ‘ডি’ গ্রুপে অবস্থান করবে। যেখানে তাদের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপাল। বলা হচ্ছে শক্তি-সামর্থ্যের বিচারে এটিই সবচেয়ে কঠিন গ্রুপ।

 

এবারের বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে, যা ৪টি গ্রুপে ভাগ করা হবে। অর্থাৎ প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল। তাতে করে প্রতিটি দল গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে।

এমনকি ইতোমধ্যে দলগুলো গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ কে সেটি জেনে গেছে বলেই জানিয়েছে তারা।

 

প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার-আপ দল জায়গা করে নেবে সুপার এইটে। গ্রুপ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে বাংলাদেশকে সুপার এইটের ম্যাচ খেলতে হবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। যদি বাংলাদেশ দ্বিতীয় হিসেবে শেষ করে তাহলে সাকিব আল হাসানদের ম্যাচগুলো হবে যুক্তরাষ্ট্রে।

প্রথম রাউন্ডের গ্রুপ:

গ্রুপ ‘এ’- ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান
গ্রুপ ‘সি’- নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি
গ্রুপ ‘ডি’- বাংলাদেশ, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস, নেপাল।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন