ভারত ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের

gbn

২০২০ সালের ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ যুবদল। সেই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের যুব বিশ্বকাপ। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের। গতকাল আইসিসি ২০২৪ যুব বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে।

১৯ জানুয়ারি শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে ১১ ফেব্রুয়ারি।

 

এই আসরটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা থেকে যুব বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়েছে আইসিসি। নতুন সূচিতে ব্লুমফন্টেইনে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের।

এর পরদিন একই মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
দক্ষিণ আফ্রিকার মোট পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। ব্লুমফন্টেইনে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে বেনোনিতে। বাকি তিনটি ভেন্যু হলো ইস্ট লন্ডন, কিম্বারলি ও পচেফস্ট্রুম।

আইসিসি

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন