বিশ্বকাপ ব্যর্থতার ব্যাখ্যা দিলেন মিনহাজুলরা

gbn

দেরিতে হলেও ভারত বিশ্বকাপের ব্যর্থতা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করার কথা জানিয়েছিল বিসিবি। ঘোষণার পাঁচ দিনের মাথায় আজ থেকে এনায়েত হোসেন সিরাজ, আকরাম খান ও মাহবুব আনামকে নিয়ে গঠিত কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে।

এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বাধীন এই কমিটি আজ সন্ধ্যায় প্রথম ধাপে বিসিবির নির্বাচকদের সঙ্গে বসেছে। বিশ্বকাপে দুই ধাপে দলের সঙ্গে ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার।

আলাদা আলাদাভাবে দুই নির্বাচক কমিটির সদস্যদের কাছে নিজেদের বক্তব্য উপস্থাপন করেছেন।

 

বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার পথে মিনহাজুল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এখানে কিছু বলা যাবে না। এটা গোপন। সবার সঙ্গেই তো উনারা (তিন সদস্যের কমিটি) বসবেন।

একেকজনের কাছ থেকে জানতে চাইবেন, তো আমাদের সঙ্গে বসছেন। আমরা আমাদের মতামত জানিয়েছি।’

 

দুই নির্বাচকের সঙ্গে বিশ্বকাপ দলে থাকা ব্যাটার লিটন দাস ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও ছিলেন।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন