শান্তর মতো খেলতে চান মুমিনুল!

gbn

আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের তৃতীয় দিন সেঞ্চুরির দেখা পেয়েছেন দুই টাইগার ক্রিকেটার। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তর সঙ্গে এবার যোগ দিয়েছেন সাবেক অধিনায়ক মুমিনুল হকও। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শান্ত ম্যাজিক ফিগারের পূর্ণ করেছেন। দিন শেষে সংবাদ সম্মেলনে এসেও শান্তকে নিয়েই প্রশংসার স্তুতি গেয়েছেন মুমিনুল। বললেন শান্তর মতো ব্যাটিংয়ের ইচ্ছার কথাও।

বাংলাদেশের সাবেক এই টেস্ট অধিনায়ক বলেন, ‘শান্তর ইনিংস দেখলে মনে হয় খেলাটা অনেক ইজি, সবদিক দিয়ে খেলে। আমারও মনে হয় এভাবে খেলি। কিন্তু আমি যেরকম ব্যাটার ওইরকম খেলা একটু কঠিন। দেখতে খুব ভালো লাগে, শান্ত-লিটন দুজনের ব্যাটিংই সুন্দর লাগে। শান্ত খারাপ বলটা বাউন্ডারি না মেরে ছাড়ে না। দুই ইনিংসে সে যেভাবে খেলেছে, আউটস্ট্যান্ডিং। এরকম গরম কন্ডিশনে দুই ইনিংসে একশ করাটা অনেক বড় অ্যাচিভমেন্ট।’

গেল বছরও ব্যাট হাতে খুব একটা ফর্মে ছিলেন না শান্ত। ফলে তাকে একের পর এক সমালোচনা ও ট্রলের শিকার হতে হয়েছে। তবে শান্তকে ভালো করতে টোটকাও দিলেন মুমিনুল, ‘শান্ত ধৈর্য ধরেছে, প্রসেসটা ঠিক রেখেছে নিজের। যেটা করার দরকার ও তা-ই করেছে। এভাবে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে থাকলে সে বড় প্লেয়ার হতে পারবে। ওর এখন রেগুলার পারফর্ম করা দরকার।’

টেস্ট ফরম্যাট নিয়ে নিজের স্বপ্নের প্রসঙ্গ টেনে মুমিনুল বলেন, ‘যখন অধিনায়ক ছিলাম, আমিও স্বপ্ন দেখতাম। আমার স্বপ্ন ছিল টেস্ট ক্রিকেটটাতে উন্নতি করব। আমার কাছে মনে হয় নতুন যারা শিখতেছে, এটা তাদের সবার ভেতর ছড়িয়ে যাচ্ছে। দীপু (শাহাদাত হোসেন দীপু) ঢুকলো, অন্য যারা আছে, নাইন্টিনে খেলছে তাদের সবার ভেতরে ইচ্ছে আছে লাল বলে খেলার। তাদের কেউ শুধুমাত্র সাদা বল খেলতে চায় না। লাল বলে খেলতে হলে প্যাশন ও ড্রিম দেখাতে হবে যে আগামী ৩-৪ বছর পর আপনার টিমকে কোথায় দেখতে চান। নইলে কিন্তু আমাদের টেস্ট দলের বোলিংটা এত ভালো হয় না।’

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন