জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা,পুরস্কার ও সনদপত্র বিতরন অনুষ্ঠান হয়েছে। রোববার(১৮’অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শিশু একাডেমী,চাঁপাইনবাবগঞ্জ এ অনুষ্ঠান আয়োজন করে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। বক্তব্য দেন, জাতীয় মহিলা সংস্থা, চাঁপাইনবাবগঞ্জের চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা রুমা, চেম্বার পরিচালক শহিদুল ইসলাম,স্কাউটস সংগঠক মুশফিকুর রহমান,সাংবাদিক শহীদুল হুদা অলক প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা আবৃতি,দেশাত্ববোধক ও জন্মদিনের গান প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়। ###

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন