দাপট দেখিয়ে টেস্ট জেতা উচিত: পাপন

gbn

জিবিনিউজ24ডেস্ক//  

বাংলাদেশের তুলনায় আয়ারল্যান্ড একটু কম শক্তিশালী দল। টেস্ট ক্রিকেটে ব্যবধানটা আরও স্পষ্ট। অবশ্য সে সব চিন্তা না করে বাংলাদেশ তাদের বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে। যে কোনো সিরিজের আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বৈঠক করেন দলের সবার সাথেই। এবার টেস্ট ম্যাচের আগেও সেটার ব্যতিক্রম হয়নি।

সোমবার দুপুর নাগাদ টিম হোটেলে গিয়েছিলেন বিসিবি সভাপতি। সেখানে দলের সাথে বৈঠক শেষে গণমাধ্যনকে পাপন বলেছেন, টেস্ট ম্যাচ মানেই চ্যালেঞ্জিং। একইসঙ্গে তিনি মনে করেন, আইরিশদের বিপক্ষে ডমিনেট করে জেতা উচিত। 

পাপন বলেন, ‘টেস্ট ফরম্যাটে আমরা ভালো করতে চাচ্ছি। এটা একটা চ্যালেঞ্জ। ছোট নাকি বড় টিম নিয়ে সেটা মূল কথা না। এটার পর আফগানিস্তানের সঙ্গে দুটো টেস্ট আছে। ওটাও অনেক চ্যালেঞ্জিং। সে জন্য আমি মনে করি আমাদের খালি জিতলে হবে না। এই টেস্টে জেতা উচিত অবশ্যই, পুরা খেলাটাই ডমিনেট করতে হবে।’

সাইড স্ট্রেইন ইনজুরির কারণে আইরিশদের বিপক্ষে টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেছেন ফর্মের তুঙ্গে থাকা তাসকিন আহমেদ। সেটি নিয়েও কোচ-অধিনায়কের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি। এ নিয়ে পাপন বলেন, ‘আমাদের একজন ক্রিকেটার ইনজুরড। তাসকিন ইনজুরড। যার জন্য এটা একটা বড় সিদ্ধান্ত। সে জন্য কোচ-ক্যাপ্টেন-প্লেয়ারদের সঙ্গে কথা হলো।’

এদিকে তাসকিন আহমেদের পরিবর্তে আরেক পেসার রেজাউর রহমান রাজাকে দলে যুক্ত করা হয়েছে।  

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন