সমালোচনার মুখে সাকিবদের অধিনায়ক রানা

gbn

জিবিনিউজ24ডেস্ক//  

হার দিয়ে আইপিএলের নতুন আসর শুরু করেছে সাকিব-লিটন বিহীন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এদিন পাঞ্জাব কিংসের বিপক্ষে বোলাররা ছিলেন বেশ খরুচে। অধিকাংশ বোলারই দলের জন্য প্রয়োজনীয় ব্রেক-থ্রু এনে দিতে ব্যর্থ হন। পরে অবশ্য লড়াই জমিয়ে তুলেছিলেন ব্যাটাররা। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি আইনে হার নিয়ে মাঠ ছাড়তে হয় কেকেআরকে। হারের পর দলটির অধিনায়ক নীতিশ রানার মন্তব্য ও ম্যাচের প্রথম ইনিংসে তার নেতৃত্ব নিয়ে সমালোচনা তৈরি হয়েছে।

আইপিএলে এবারই প্রথম অধিনায়কের দায়িত্ব পান রানা। এর আগে শ্রেয়াস আয়ারকে নেতৃত্বভার দেওয়ার কথা ছিল। কিন্তু পিঠের চোটে পুরো আসর থেকেই ছিটকে গেছেন আয়ার। তার পরিবর্তে বাংলাদেশের সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন। কিন্তু দেশীয় ক্রিকেটার রানাকেই শেষ পর্যন্ত বেছে নেওয়া হয়।

ভারতীয় ফ্র্যাঞ্চাইজি আসরে অধিনায়ক রানার অভিষেকটা ভালো হয়নি। সাত বোলার নিয়ে একাদশ সাজালেও ম্যাচে কেবল পাঁচজনকেই ব্যবহার করা হয়। খরুচে বোলিং সত্ত্বেও একই বোলারদের ঘুরেফিরে ব্যবহার করেছেন রানা। একইসঙ্গে নিয়মিত বোলার আন্দ্রে রাসেলকেও বল করানো হয়নি। যা নিয়ে সমালোচনা করছেন কেকেআর ভক্তরা। একইসঙ্গে ম্যাচ শেষে রানা ভেঙ্কটেশ আয়ারের উইকেট পতন এবং হঠাৎ বৃষ্টিকে হারের কারণ হিসেবে দাঁড় করিয়েছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন