হতে চাই।। মিজানুর রহমান মিজান

হতে চাই
মিজানুর রহমান মিজান
অন্যের যতই হোক মন্দ
নিজের ভালো চাই
এ মানবের অভাব নাই।
ধার নিয়ে না দেবার মন
দিতে গিয়ে সর্বদা উচাটন
নাভিশ্বাস উঠে মুখে কথা নাই।
যিনি স্মৃতি শক্তিহীন
কখন ও বলে না নিজে গুণহীন
অন্যের দোষ সর্বদা খুজে বেড়াই।
সবজান্তার আত্মতৃপ্তি ভোগে
পেতে উদ্ধার বিনা শ্রেয় অনুরাগে
কিচির মিচির ডাকি চঞ্চল মতি চড়াই।
অনুসন্ধান মানুষের জন্মগত চেতনা
বিনা শ্রমে লভিতে মন দেওয়ানা
ধ্যানমগ্ন বিনা চাষে কেমনে ফসল পাই।
লেখক মিজানুর রহমান মিজান
উপদেষ্টা সম্পাদক,
জেএনএন বিডি ডট কম।
বিশ্বনাথ, সিলেট।