র‌্যাব ও বিজিবি’র অভিযান চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ভারতীয় ট্রাক চালকসহ গ্রেফতার ৩

gbn

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে র‌্যাব ও বিজিবি’র পৃথক অভিযানে ৯৩ লিটার চোলাই মদ, ২ বোতল ভারতীয় দামী মদ,৭ বোতল ফেনসিডিল, ১ আ্যাম্পুল নেশা’র ইনজেকশন সহ ৩ জন গ্রেফতার হয়েছে। এদের একজন ভারতীয় ট্রাক চালক । অভিযানে জব্দ হয়েছে ভারত থেকে আমদানী করা পাথর বোঝাই একটি ট্রাক। মঙ্গলবার (১৩’অক্টোবর) সকালে ও গত সোমবার(১২‘অক্টোবর) রাতে অভিযানগুলো চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ভারতের মালদহ জেলার ইংলিশ বাজার থানার মালিহা বাগবাড়ি গ্রামের দিপক কুমার রায়ের ছেলে টোটন কুমার রায়(২৫),চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর মুক্তাশা হলপাড়া এলাকার মৃত কালীপদ দাসের ছেলে সুনীল দাস (৩৬) ও গোমস্তাপুরে রহনপুর পৌর পুরাতন বাজার এলাকার মৃত মোগলের ছেলে আলমগীর হোসেন ডালিম(৩৮)।
চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে রহনপুর পৌর মুক্তাশা হলপাড়া এলাকা থেকে ৯৩ লিটার দেশী চোলাই মদসহ হাতেনাতে গ্রেফতার হয় সুনীল ও ডালিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেণ। চাঁপাইনবাবগঞ্জ ৫৯’বিজিবি অধিনায়ক লে,কর্ণেল মাহমুদুল হাসান জানান, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে সোনামসজিদ সীমান্তে ভারতীয় ট্রাক তল্লাশী করা হয়। তল্লাশীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও নেশার ইনজেকশন পাওয়া গেলে গ্রেফতার হয় চালক টোটন।
এসব ঘটনায় গোমস্তাপুর ও শিবগঞ্জ থানায় পৃথক মামলা হয়েছে। ###

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন