মৌলভীবাজারে শেখ রাসেল স্মৃতি সংঘের নতুন ভবণের উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজারে শহীদ শেখ রাসেল স্মৃতি যুব সংঘের নতুন ভবণের উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেখ রাসেল স্মৃতি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ এপ্রিল) দুপুরে আলোচনা সভায় শ্রীকান্ত সূত্র ধরের সভাপতিত্বে ও সুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও প্যানেল স্পীকার সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নওশের আলী খোকন, সাবেক বৃটিশ কাউন্সিলর ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ রহিম (সিআইপি), সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ, জেলা কৃষকলীগ সভাপতি মোঃ জমশেদ মিয়া, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নজমুল হক, মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।