পাইকগাছায় স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

gbn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা’র এমসিএইচ-সার্ভিসেস ইউনিট এর ব্যবস্থাপনায় সোমবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এ কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা’র এমসিএইচ সার্ভিসেস ইউনিট এর উপ-পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম প্রধান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্র্তা আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর খুলনার উপ-পরিচালক শামসুদ্দীন মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, দাকোপের উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ সুজন কুমার সরকার। পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজিব গাঙ্গুলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ^াস, আব্দুল মান্নান গাজী, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, জিএম আব্দুস সালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, শাকিলা আফরোজ, ইব্রাহীম গাজী, উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, প্রেসক্লাবের সহ- সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ এবং ইউপি সদস্য সোনিয়া দাশ। কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন