জয়াবর্ধনেকে টপকে ওয়ানডের সেরা পাঁচে কোহলি

gbn

জিবিনিউজ24ডেস্ক//  

২০১৯ সালের পর টানা সাড়ে তিন বছর সেঞ্চুরি বঞ্চিত ছিলেন বিরাট কোহলি। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গেরো কাটে। এরপর আর ফিরে তাকাতে হয়নি সময়ের অন্যতম সেরা তারকাকে। একের পর এক সেঞ্চুরি করেই চলেছেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও পেয়েছিলেন ম্যাজিকাল তিন অঙ্কের দেখা। এবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে আরও ভয়ংকর রূপে কোহলি।

সিরিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলকে জেতান বড় ব্যবধানে। তাতে ভেঙেছিলেন শচীন টেন্ডুলকারের একাধিক রেকর্ডও। লঙ্কানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও এবার পেলেন সেঞ্চুরি। ব্যাট করেছেন সেই চিরচেনা কোহলির মতোই। রীতিমতো বিধ্বস্ত করেছেন লঙ্কানদের বোলিং লাইনকে। আর তাতে একাধিক রেকর্ডের মালিক হয়েছেন ভারতীয় তারকা। 

ভারতের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার শ্রীলঙ্কাকে ৩৯১ রানের লক্ষ্য দিয়েছ ভারত। এতো বিশাল সংগ্রহ গড়ার পেছনে ভারতের মূল কারিগর বিরাট কোহলি। ব্যাট হাতে একাই ১৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন কোহলি। ১১০ বলের সেই ইনিংসে ১৩ টি চারের পাশাপাশি ৮টি ছয়ের মার মেরেছেন তারকা এ ব্যাটার। 

অসাধারণ এই ইনিংসে মাহেলা জয়াবর্ধনেকে টপকে ওয়ানডের সর্বকালের সেরা রান সংগ্রাহকদের তালিকায় পাঁচ নম্বরে চলে এসেছেন কোহলি। ২৬৮ ম্যাচে তার রান এখন ১২ হাজার ৭৩৫। শীর্ষে রয়েছেন শচীন। ৪৬৩টি ম্যাচ খেলে ১৮৪২৬ রান করেছেন তিনি

সেঞ্চুরিতে শচীনেরও অনবদ্য এক রেকর্ড ভেঙেছেন কোহলি। ঘরের মাঠে শচীনের ওয়ানডে সেঞ্চুরি ২০টি। আর এ রেকর্ড গড়তে শচীনের লেগেছিল ১৬৪ ম্যাচ। ৬০ ম্যাচ কম খেলেই এবার সেই রেকর্ড ভেঙে ফেললেন কোহলি। ঘরের মাঠে ১০৪ ওয়ানডেতেই কোহলির সেঞ্চুরি এখন ২১টি। এছাড়া ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডেও শচীনকে প্রায় ছুঁয়ে ফেলেছেন কোহলি। ৪৬টি সেঞ্চুরি করে থেকে মাত্র ৩ শতক দূরে নিঃশ্বাস ফেলছেন তিনি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন