চাঁপাইনবাবগঞ্জে জমিজমার বিরোধে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই আহত

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ||
চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর ইউনিয়নের নবাব জায়গীর গ্রামে জমিজমার বিরোধের জেরে ছোট ভাই মোস্তান মৌলভী ( ৫০) ও তাঁর ছেলেদের ইটের আঘাতে মাথায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বড় ভাই সাগর আলী (৬০) বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা ওই গ্রামের মৃত.আব্দুর রউফের ছেলে। অভিযোগে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ছোট ভাই মোস্তান মৌলভী বাড়িতে টয়লেটের নির্মান কাজ শুরু করলে জমিতে কর্মরত বড় ভাই সাগর আলী খবর পেয়ে ছুটে এসে বাধা দেন। এসময় ছোট ভাই মোস্তান,তাঁর দুই ছেলে বড়বাবু (২৫) ছোট বাবু (২০) ও স্ত্রী নাসিমা বেগম (৪০) তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করে। রক্তাত্ত অবস্থায় সাগর আলীকে উদ্ধার করে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর সোয়া ১টায় তাঁর মেয়ে জামাই মনিরুল ইসলাম (৪০) এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সদর থানার পরিদর্শক (অপারেশন) ইদ্রিস আলী উল্লেখিত অভিযাগ পাবার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাত সাড়ে আটটায় তিনি হাসপাতালে আহতের খোঁজ নিয়েছেন। এ ব্যাপারে পরবতী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীণ। সুন্দরপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানান,তিনি বিষয়টির খোঁজ নেবেন।