মৌলভীবাজার প্রতিনিধি ||
ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিড টাউন উদ্যোগে ইনার হুইল ডে  উপলক্ষে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 
গতকাল ( ১০ জানুয়ারী) মঙ্গলবার বিকেলে ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিড টাউন  আয়োজনে মৌলভীবাজার গার্ল গাইডস ভবনে ইনার হুইল ডে পালন উপলক্ষে আলোচনা সভা ও  শীতার্থ মানুষের শীত বস্ত্র বিতরণ করা হয়। 

ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিড টাউন এর সহ-সভাপতি মাহবুবা রহসান এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাধুরী মজুমদারের পরিচালনায় আলোচনা সভা ও  শীতার্থ মানুষের শীত বস্ত্র বিতরন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শায়েদা আকতার। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। 
আলোচনা সভা ও  শীতার্থ মানুষের শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিড টাউন এর সদস্য সৈয়দা খায়রুন্নেছা ইয়াসমিন, ফাতেমা জহুরা বিউটি, রোকেয়া মাহবুব চৌধুরী,সাহানা শিমলা, নুসরাত জাহান, অপরাজিতা রায়, প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে ইনার হুইল ডে পালন করা এবং শতাধিক  দরিদ্র অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা  
 
                            
                             
                                                                                                
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন