বেলজিয়ামকে হারিয়ে অভিনব সেলিব্রেশন মরক্কোর

gbn

জিবিনিউজ24ডেস্ক//  

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে বড় দলগুলোর মধ্যে আর্জেন্টিনা, জার্মানির পরে এবার অপ্রত্যাশিতভাবে হেরে গেল বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনদের জোড়া গোলে হারিয়ে দিয়েছে মরক্কো। দুর্দান্ত এ জয়ের আনন্দে অভিনব সেলিব্রেশনে মেতে ওঠেন মরক্কোর ফুটবলাররা।

আফ্রিকার এই দেশটির জয়ে জমে গেল বিশ্বকাপের গ্রুপ এফ-এর লড়াই। কারণ বেলজিয়ামকে উড়িয়ে দিয়ে এই গ্রুপের শীর্ষে উঠে এল মরক্কো। শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে সবাইকে পেছনে ফেলে দিল তারা। হারের ফলে প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তা কঠিন করে ফেলল বেলজিয়াম। পরের রাউন্ডে যেতে হলে ক্রোয়েশিয়াকে হারাতে হবেই তাদের।

বিশ্বকাপের গ্রুপ এফ থেকে পরের রাউন্ডে ওঠার লড়াইয়ে এগিয়েছিল গত বিশ্বকাপের দুই অন্যতম সেরা দল। ক্রোয়েশিয়া ও বেলজিয়ামকেই নক আউট পর্বে দেখছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু প্রথম ম্যাচে কানাডার বিরুদ্ধে অতি কষ্টে জিতেছিলেন কোর্তোয়ারা। দুর্বল মরক্কোর বিরুদ্ধে দুই গোলে হেরে গেলেন তারা। আপাতত গ্রুপে দ্বিতীয় স্থানে থাকলেও ঘাড়ে নিশ্বাস ফেলছে ক্রোয়েশিয়া। রোববারের ম্যাচে কানাডাকে হারিয়ে দিলেই বেলজিয়ামকে সরিয়ে দেবেন মদ্রিচরা। ফলে এই গ্রুপ থেকে কোন দু’টি দল পরের রাউন্ডে যাবে, সেই সমীকরণ বেশ জটিল হয়ে উঠেছে।

আপাতত দুই ম্যাচের পর চার পয়েন্ট পেয়েছে মরক্কো। একই ম্যাচ খেলে বেলজিয়ামের সংগ্রহ তিন পয়েন্ট। ক্রোয়েশিয়ার ঝুলিতে রয়েছে এক পয়েন্ট। 

প্রসঙ্গত, ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান পেয়েছিল বেলজিয়াম। মেগা টুর্নামেন্টে এটাই তাদের সেরা পারফরম্যান্স। ফিফা ক্রমতালিকাতেও দুই নম্বরে রয়েছেন হ্যাজাররা। কিন্তু তাদের পারফরম্যান্সে খুশি হতে পারছেন না কেউই। মরক্কো ম্যাচে দলের বেহাল দশা আরও প্রকট হয়ে উঠল।

বিশ্বকাপের মঞ্চে তৃতীয়বার ম্যাচ জিতল মরক্কো। জয়ের আনন্দে মাঠেই হাঁটু গেড়ে বসে ঘাসের মধ্যে মাথা নিচু করে সিজদায় লুটে পড়েন মরক্কোর ফুটবলাররা। আর্জেন্টিনাকে হারানোর পরে সৌদি আরবে ছুটি ঘোষণা করা হয়েছিল। মরক্কোতেও একই ঘোষণা করা হোক, দাবি তুলেছেন নেটিজেনরা। অন্যদিকে, রোববারের ম্যাচে হার মানতে হলো জাপানকেও। জার্মানিকে হারিয়ে সবাইকে অবাক করে দিয়েছিল তারা। কিন্তু কোস্টারিকার কাছে হেরে গেল জাপান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন