এডিবি প্রেসিডেন্টের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

gbn

জিবিনিউজ24ডেস্ক//  

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার সঙ্গে বৈঠক করেছেন ফিলিপাইন সফররত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠকে এডিবির অর্থায়নে বাংলাদেশের শিক্ষাখাতে চলমান প্রকল্প নিয়ে আলোচনা করেন শিক্ষামন্ত্রী ও এডিবি সভাপতি। বাংলাদেশের শিক্ষাখাতে এডিবির অর্থায়নে ভবিষ্যৎ প্রকল্পের বিষয়েও আলোচনা হয়।

এর আগে, এডিবি আয়োজিত ‘কোভিড-১৯ স্কুল বন্ধ থেকে শেখার ক্ষতি পুনরুদ্ধার করার উপায়’ শীর্ষক সেমিনারে যোগ দেন শিক্ষামন্ত্রী। এসময় ‘আইএফএফইড (শিক্ষার জন্য আন্তর্জাতিক অর্থ সুবিধা) উদ্যোগ এবং এডিবি শিক্ষাখাতের দিকনির্দেশনামূলক নির্দেশিকা’ নিয়ে তিনি আলোচনা করেন।

এদিকে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) করোনা মহামারির সময়ে বাংলাদেশে যথেষ্ট সহায়তার জন্য বিশেষ করে বাজেট সহায়তা এবং ভ্যাকসিন সংগ্রহে অর্থায়নের জন্য এডিবিকে ধন্যবাদ জানান ডা. দীপু মনি। উন্নয়নে বাংলাদেশের অর্জন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) ক্যাটাগরি থেকে উত্তরিত (স্নাতক) হওয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে একটি উন্নত দেশে পরিণত হওয়ার পরিকল্পনা তুলে ধরেন তিনি।

এছাড়া এডিবির অবদানের কথা স্বীকার করে বাংলাদেশের শিক্ষাখাত, বিশেষ করে বাংলাদেশে আইসিটি এবং কারিগরি শিক্ষায় এডিবির আরও সহায়তা কামনা করেন ড. দীপু মনি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন