বিপিএলে এখনো দল পাননি লিটন-তাসকিন

gbn

জিবিনিউজ24ডেস্ক//  

বিপিএলের নবম আসরের ড্রাফটের দিনক্ষণ চূড়ান্ত হয়েছিল আগেই, অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বরে। তবে গেল কিছু দিন আগে থেকে দল গোছানোর ব্যস্ততা শুরু হয়ে গেছে ফ্র্যাঞ্চাইজি দলগুলোর। আগেভাগেই নিজেদের দলে ভেড়াতে শুরু করেছে পছন্দের সব ক্রিকেটারদের। তবে নবম আসর বিপিএলের জন্য ডিরেক্ট সাইনে এখনও দল পাননি বাংলাদেশ দলের তারকা ব্যাটার লিটন দাস। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা পেসার তাসকিন আহমেদও দল পাননি ডিরেক্ট সাইনে।

৭ দলের অংশগ্রহণের মধ্যে ৫ দল ইতোমধ্যে তাদের দলের ডিরেক্ট সাইনিং ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে বাকি সেই দুই দল থেকেই তারকা এই দুই ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে আবার জানা গেছে রংপুর রাইডার্স ডিরেক্ট সাইনিংয়ে দলে ভেড়াতে যাচ্ছে নুরুল হাসান সোহানকে। এর আগে সাকিব আল হাসান(বরিশাল), তামিম ইকবাল (খুলনা), আফিফ হোসেন (চট্টগ্রাম), মাশরাফি বিন মুর্তজা (সিলেট), মুস্তাফিজুর রহমানদের (কুমিল্লা) দল ঠিক হয়েছে আগেই।
 
দেশী ক্রিকেটার ছাড়াও সব দল গোছাতে শুরু করেছে বিদেশী ক্রিকেটারও। সিলেট স্ট্রাইকার্স দেশী ক্রিকেটার হিসেবে মাশরাফির সঙ্গে বিদেশী ক্রিকেটার হিসেবে পাকিস্তানের মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিসকে দলে ভিড়িয়েছে।

এরপর ফরচুন বরিশাল সাকিবের সাথে তারা ধরে রেখেছে ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলকে। এছাড়া নতুন করে রাহকিম কর্নওয়াল, আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত ও পাকিস্তানের মোহাম্মদ ইফতিখারকে যুক্ত করেছে। খুলনা টাইগার্স তামিম ইকবালের পাশাপাশি বিদেশী কোটায় চুক্তি করেছে পাকিস্তানি ওয়াহাব রিয়াজ, নাসিম শাহ, আভিষ্কা ফার্নান্দো ও আজম খানের সাথে।

বিপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স অন্তর্ভূক্ত করেছে মুস্তাফিজুর রহমানকে। এছাড়া পাকিস্তানি তারকা শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানকেও দলে যোগ করেছে। রংপুর রাইডার্স চুক্তি করেছে পাকিস্তানের শোয়েব মালিক, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ, জিম্বাবুয়ের সিকান্দার রাজার সঙ্গে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন