জট খুলতে পারে ‌‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত বিশেষ এনআইডি’র

gbn

  জিবিনিউজ24ডেস্ক//      

দেশের মুক্তিযোদ্ধাদের ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত এনআইডি কার্যক্রম নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজকের বৈঠকেই বিশেষ এই এনআইডির আটকে থাকা জট খুলতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

এর আগে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন এ কার্যক্রমের উদ্বোধন করে ১০০ জন বীর মুক্তিযোদ্ধাকে কার্ড দিয়েছিলেন। কিন্তু হুদা কমিশন বিদায়ের পর এ কার্যক্রম বন্ধ রাখে নির্বাচন কমিশন সচিবালয়। বন্ধ থাকা এই কার্যক্রমটি নিয়েই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) বৈঠক বসতে করবে ইসি। ইসির সম্মেলন কক্ষে বেলা ১১টায় বৈঠকটি শুরু হবে।

এনআইডি অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আজিজুল ইসলাম, এ সংক্রান্ত একটি চিঠি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ১৫ নভেম্বর বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাগণের জাতীয় পরিচয়পত্রে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজন করা হয়েছে। ওই সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন